হর্টিকালচার সেন্টার, গুলশান ঢাকা শহরের অভিজাত এলাকা গুলশানে অবস্থিত। এই সেন্টারের মাধ্যমে উদ্য্যানতাত্ত্বিক ফসলের উন্নত জাতের চারা/ কলম সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করা হয়। সরকারী ছুটির দিন এবং শুক্র ও শনি বার বাদে সকল দিনে সরকারী অফিস সময়ে এই সেন্টার হতে সেবা গ্রহন করা যাবে। ছাদ বাগান সহ সকল উদ্যান তাত্ত্বিক ফসল চাষাবাদে এখান থেকে বিনামূল্যে কারিগরী সেবা প্রদান করা হয়ে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস